কলকাতায় মেসিকে পরানো হবে ধুতি-পাঞ্জাবি

0
কলকাতায় মেসিকে পরানো হবে ধুতি-পাঞ্জাবি

আর মাত্র দু দিনের অপেক্ষা। বহু প্রতীক্ষার পর লিওনেল মেসি আসছেন কলকাতায়। সল্টলেক স্টেডিয়াম থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব- সব জায়গায় এখন শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যস্ততা। কলকাতা ছাড়াও মেসি এই সফরে মুম্বাই, দিল্লি ও হায়দরাবাদেও যাবেন।

মেসির ভারতের এই বিশেষ সফরে আয়োজন করা হয়েছে নানা চমক। তাকে উপহার হিসেবে পরানো হতে পারে ঐতিহ্যবাহী ধুতি-পাঞ্জাবি। তার স্ত্রী আন্তোনেল্লার জন্য থাকবে শাড়ি। লিয়োনেল মেসির জন্য সাজানো হয়েছে বাঙালি স্বাদের ইলিশ, চিংড়ি, নলেন গুড়ের রসগোল্লা ও মিষ্টি দইয়ের বিশেষ মেনু।

ইতোমধ্যে প্রকাশিত হয়েছে মেসি থিম সং। অরিন্দম চট্টোপাধ্যায়ের সুরে তৈরি সেই ভিডিওতে ফুটে উঠেছে কলকাতার ফুটবল প্রেম আর মেসিকে ঘিরে উন্মাদনা। বাজারে এসেছে মেসির নাম লেখা নানা ধরনের টি-শার্টও।

টালিউডের শিল্পীরা মেসির সামনে পরিবেশন করবেন বিশেষ শো- যেখানে দক্ষিণ আমেরিকার ট্যাঙ্গো নাচের সঙ্গে যুক্ত হয়েছে রবীন্দ্রসংগীত। এই পরিবেশনার দায়িত্বে রয়েছেন ক্ল্যাসিক্যাল ড্যান্সার অনুশ্রী বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত থাকবেন বিভিন্ন তারকারাও।

খুদে ফুটবলারদের সঙ্গে কোচিং ক্লিনিক করবেন মেসি। এরপর দেখবেন মোহনবাগান ও ডায়মন্ড হারবারের ম্যাচ। এমনও শোনা যাচ্ছে, মাঠে নেমে দু-একটি পেনাল্টি কিক নিতে পারেন কিংবদন্তি ফুটবলার।

টিকিট বিক্রি নিয়ে আয়োজকদের বেশ প্রত্যাশা। করপোরেট বরাদ্দসহ অধিকাংশ টিকিটই বিক্রি হয়েছে বলে দাবি তাদের। কলকাতা ছাড়ার আগে শ্রীভূমিতে নিজের মূর্তি ভার্চুয়ালি উদ্বোধন করবেন মেসি। সেখানেই রয়েছে ম্যারাডোনার মূর্তিও।

ইভেন্টে তারকা-ঝলকও থাকবে জমকালো। সকাল সাড়ে ১১টায় যুবভারতীতে উপস্থিত হবেন শাহরুখ খান। এরপর যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলী ও লিয়েন্ডার পেজও।

সবশেষে একটি হুডখোলা জিপে করে যুবভারতী প্রদক্ষিণ করবেন মেসি। ফুটবলপ্রেমী কলকাতার এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে উঠবে সেই দৃশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here