কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন মেহরীন

0

কলকাতার আইসিসিআরে অনুষ্ঠিত বঙ্গনারী সম্মাননায় পুরস্কার পেয়েছেন সঙ্গীতশিল্পী মেহরীন মাহমুদ। ভারতে মেহরীনের হাতে সম্মাননা তুলে দেন হিউমান রাইটস এর চেয়ারম্যান বুম্বা চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়া কার্পা, আয়োজক সুরিয়া সিনহা ও অভিনেত্রী সোমা চক্রবর্তী।

সুরিয়া সিনহা এবং উইনারস প্রেজেন্টস তাকে এ পুরস্কার দিয়েছে রেডউইন ইন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ। গেল ০২ জুলাই সন্ধ্যায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সত্যজিৎ রায় অডিটরিয়ামে এই অনুষ্ঠান হয়। বাংলার সফল নারীদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মাননা। বিনোদন অঙ্গনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ থেকে সঙ্গীতশিল্পী মেহরীনকে দেওয়া হয় এই পুরস্কার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here