কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণে সতর্ক করল গুগল

0
কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণে সতর্ক করল গুগল

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তার কর্মীদের বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে। মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসা নিয়ে পুনঃপ্রবেশ প্রক্রিয়ায় দীর্ঘ সময় দেরি দেখা দেওয়ায় এ সতর্কতা জারি করা হয়েছে।

গুগলের আইনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান বিএএল ইমিগ্রেশন ল’ কর্মীদের সতর্ক করে জানিয়েছে, যাদের ভিসায় স্ট্যাম্পিং প্রয়োজন, তারা বিদেশ সফরে গেলে দীর্ঘ সময়ের জন্য যুক্তরাষ্ট্রের বাইরে আটকে পড়ার ঝুঁকি রয়েছে। কারণ, ভিসা স্ট্যাম্পিংয়ের অ্যাপয়েন্টমেন্ট পেতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

প্রতিষ্ঠানটি ইমেইলে সংশ্লিষ্ট কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। এতে বলা হয়, বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক মিশনে অ্যাপয়েন্টমেন্টের অস্বাভাবিক জট তৈরি হয়েছে। এতে ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রের বাইরে দীর্ঘ সময় আটকে পড়তে পারেন।

প্রতিবেদনে বলা হয়, এই বিলম্ব সমস্যা একাধিক দেশে দেখা যাচ্ছে। এর পেছনে রয়েছে মার্কিন মিশনগুলোতে চালু হওয়া বর্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই ব্যবস্থা। এই প্রক্রিয়া এইচ-ওয়ানবি ভিসাধারী কর্মী, তাদের নির্ভরশীল সদস্যদের পাশাপাশি এফ, জে ও এম ভিসা-ধারী শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটরদের ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টির দায় স্বীকার করেছে। দপ্তরটি জানিয়েছে, ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে ‘অনলাইন উপস্থিতি পর্যালোচনা’ করা হচ্ছে। তবে বিশেষ ক্ষেত্রে দ্রুত নিষ্পত্তির জন্য আবেদনকারীরা আলাদাভাবে অনুরোধ জানাতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here