রংপুরে টিএমএসএস ফিন্যান্সিয়াল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটে জাপানিজ ভাষা কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার রংপুর কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কোর্সের কার্যক্রম শুরু হয়।
টিএমএসএস আইসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট সেক্টরের আওতাধীন আইইএস শিক্ষা ডোমেইনের অন্তর্ভুক্ত টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড আইসিটি (টিআইএসআই) বগুড়ার তত্ত্বাবধানে এ কোর্স পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নেশারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিএমএসএস নির্বাহী পরামর্শক ড. মোহাম্মেদ খাইরুল ইসলাম, সেক্টর প্রধান ড. নিগার সুলতানাসহ অন্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএসের যুগ্ম পরিচালক ও ডোমেইন প্রধান মো. আলমগীর হোসেন আলম। এতে রংপুর অঞ্চলের বিভিন্ন এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রধান প্রশিক্ষক মো. রাজিব, সমন্বয়কারী মো. আবু রায়হান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নেশারুল হক বলেন, জাপানিজ ভাষা কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু একটি নতুন ভাষা শিখবে না, বরং জাপানের উন্নত প্রযুক্তি, কর্মশৃঙ্খলা, সততা ও পেশাগত সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। বিশেষ করে সিভিল কনস্ট্রাকশনসহ বিভিন্ন ট্রেডে দক্ষ শিক্ষার্থীদের জন্য জাপানে কাজের সুযোগ তৈরি হবে।

