কর্মক্ষেত্রে যৌন হয়রানি করলে সৌদিতে ৫ বছরের জেল

0

সৌদি আরব কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রে যৌন হেনস্তার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করেছে। সৌদি প্রসিকিউশন কর্ম পরিবেশে হয়রানি প্রতিরোধ ও মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশটির সরকারি এবং বেসরকারি খাতের সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ।

খবর অনুসারে, সৌদি আরবে ২০১৮ সালে যৌন হেনস্তাকে অপরাধ হিসেবে গণ্য করে একটি আইন করা হয়।
 সৌদি কর্তৃপক্ষ বলেছে, যৌন হেনস্তার বিরুদ্ধে আইনি শাস্তি অপরিবর্তনীয়। যদি ভুক্তভোগী নিজের অধিকার ত্যাগ করে বা আইনি অভিযোগ দায়ের না করে।

প্রসিকিউটররা বলেছেন, যৌন হেনস্তা সম্পর্কে কেউ তথ্য পেলে তা যথাযথ রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছে জানাতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব যৌন হেনস্তার বিরুদ্ধে লড়াই এবং নারীদের অধিকার বাড়ানোর চেষ্টা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here