কর্মকর্তাদের কাণ্ডে বিব্রত প্রশাসন

0

অনিয়ম-দুর্নীতি-নারী কেলেঙ্কারির মতো বহু অভিযোগ রয়েছে মাঠ প্রশাসনসহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তার বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার, পারিবারিক সমস্যাও উঠে আসছে অভিযোগে। মাঠ প্রশাসনের ইউএনও ও এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ বেশি হলেও এডিসি, ডিসি, মন্ত্রণালয়ের সহকারী সচিব, উপসচিব ও আরও ঊর্ধ্বতন কর্মকর্তারাও বাদ যাচ্ছেন না। অনেকে আচরণবিধি না মেনে সাধারণ মানুষের সঙ্গে অসংগত আচরণ করছেন বা ক্ষমতার অপব্যবহার করছেন। এতে করেই মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের নামে অভিযোগ বাড়ছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে। অভিযোগের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিচ্ছে মন্ত্রণালয়। তবে দিন দিন অভিযোগ বাড়তে থাকায় বিব্রত প্রশাসন। জানা গেছে, কর্মকর্তাদের নামে প্রতি মাসেই প্রায় শতাধিক অভিযোগ জমা পড়ছে জনপ্রশাসনে। আর মন্ত্রিপরিষদ বিভাগে গড়ে ২০-২৫টি অভিযোগ জমা পড়ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আরও জানা গেছে, বর্তমানে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নামে ৬৪টি অভিযোগ মন্ত্রিপরিষদ বিভাগে তদন্তাধীন রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, গত এক যুগে বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অপকর্মের প্রায় ২ হাজার ৩৮৮ অভিযোগ আসে। এসব অভিযোগ তদন্ত করে মাত্র ২২৭ কর্মকর্তার নামে বিভাগীয় মামলা হয়। মামলায় কেউ লগুদণ্ড, কেউ গুরুদণ্ড পেয়েছেন। অনেকের অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফাইল নিষ্পন্ন করা হয়। ২০১১-১২ অর্থ বছরে ২২২টি অভিযোগে বিভাগীয় মামলা হয় ২৫টি, ২০১২-১৩ অর্থ বছরে ১৪৬টি অভিযোগে ২৩টি, ২০১৩-১৪ অর্থ বছরে ২১৬টি অভিযোগে ২৪টি, ২০১৪-১৫ অর্থ বছরে ১৯৯টি অভিযোগে ৩৫টি, ২০১৫-১৬ অর্থ বছরে ১৭৫টি অভিযোগে ২২টি, ২০১৬-১৭ অর্থ বছরে ১৯২টি অভিযোগে ১৪টি বিভাগীয় মামলা হয়। ২০১৭-১৮ অর্থ বছরে অভিযোগ ছিল সবচেয়ে বেশি ৪৮৪ তবে মামলা ছিল ৭টি। ২০১৮-১৯ অর্থ বছরে ১৪৭টি অভিযোগে ১৪টি, ২০১৯-২০ অর্থ বছরে ১৬০টি অভিযোগে ১৬টি, ২০২০-২১ অর্থ বছরে ১৫১টি অভিযোগে ২০টি, ২০২১-২২ অর্থ বছরে ১৫৭টি অভিযোগে ১২টি এবং ২০২২-২৩ অর্থ বছরে ১৩৯টি অভিযোগে ১৫টি বিভাগীয় মামলা হয়। এ ছাড়াও চলতি বছরের জুলাই মাসে ২৪টি অভিযোগে দুটি বিভাগীয় মামলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাঠ প্রশাসনের অভিযোগ জনপ্রশাসনে আসলে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয় সেই মন্ত্রণালয়ে প্রেরণ করেন। বিভিন্ন কর্মকর্তার নামে জনপ্রশাসনে গত এপ্রিলে ৯৭টি অভিযোগ আসে। এর মধ্যে দুটি বিভাগীয় মামলা হয়েছে। মে মাসে ৮০টি অভিযোগে দুটি, জুন মাসে ১২৬টি অভিযোগে ৪টি বিভাগীয় মামলা হয়। জুলাই মাসে ৬১টি অভিযোগে দুটি মামলা এবং আগস্ট মাসে ১০৭টি অভিযোগ জমা পড়ে এবং দুটি মামলা হয়। গত আগস্ট পর্যন্ত ২৮টি চলমান বিভাগীয় মামলা রয়েছে। প্রতি মাসেই দুটি থেকে তিনটি বিভাগীয় মামলা নিষ্পত্তি হয়ে থাকে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান বলেন, আমাদের কাছে আসা কোনো আবেদন ফেলে রাখি না। প্রতিটি তদন্ত সর্বোচ্চ গুরুত্বসহকারে করা হয়।

এদিকে, অনেক ক্ষেত্রেই উপযুক্ত শাস্তি না দেওয়া, প্রভাব খাটিয়ে, তদবির করে অনেক ক্ষেত্রেই গুরুদণ্ড থেকে রেহাই পাওয়ার অভিযোগ রয়েছে। তবে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের ভাষ্য, অভিযোগের বেশির ভাগই তদন্তে মিথ্যা প্রমাণ হওয়ায় শাস্তি হচ্ছে কম। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হচ্ছে তাদের শাস্তি হচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মাঠ প্রশাসনের অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। কোনটি বিভাগীয় কমিশনার অফিস থেকে, ডিসি অফিস থেকে আবার কোনটি মন্ত্রণালয় থেকে তদন্ত হয়। তদন্ত করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। কোনো অভিযোগ ঝুলিয়ে রাখা হয় না। কর্মকর্তাদের শাস্তির ক্ষেত্রে লঘুদণ্ড আছে, গুরুদণ্ড আছে। অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here