কর্নার থেকে ডি মারিয়ার সরাসরি গোল (ভিডিও)

0

চোখধাঁধানো এক গোল করে আবারও আলোচনায় আর্জেন্টিনার উইঙ্গার আনহেল ডি মারিয়া। চ্যাম্পিয়নস লিগে গতরাতে কর্নার থেকে সরাসরি গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই তারকা।

আগেই চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়া বেনফিকার ইউরোপা লিগে খেলতে এই ম্যাচ জিততেই হতো। সালসবুর্গের বিপক্ষে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি তারা ৩-১ গোলের জয়ে রাঙিয়েছে। জায়গা করে নিয়েছে ইউরোপা লিগে।

ম্যাচের ৩২তম মিনিটে চমৎকার সেই গোলটি করেন ডি মারিয়া। সংঘবদ্ধ আক্রমণ থেকে কর্নার পায় বেনফিকা। ডানপ্রান্তে পাওয়া সেই কর্নার নেন ডি মারিয়া। বাতাসে তার হালকা সুইং করা বল আটকানোর সাধ্য ছিল না সালসবুর্গের গোলরক্ষক স্লাগারের। পরে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রাফা সিলভার গোলেও সহায়তা করেন তিনি।

এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে ইউরোপা লিগে যাচ্ছে বেনফিকা।

(সংগৃহীত ভিডিও)

 

https://www.youtube.com/watch?v=ou6M-3Te3Tc

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here