জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক প্রধান বলেছেন, করোনার উৎস জানা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘কোভিড-১৯ এর উৎস আবিষ্কার এবং সকল অনুমান অবশ্যই অনুসন্ধান করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
জাতিসংঘের এই সংস্থা প্রধান জানিয়েছেন, ভাইরাস কীভাবে এসেছে তা উৎঘাটনে তারা অঙ্গীকারবদ্ধ।
তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘কোভিড-১৯ এর উৎপত্তি বোঝা এবং সকল অনুমান জানা লাখ লাখ মানুষ যারা মৃত্যুবরণ করেছে এবং জীবিত আছে তাদের জন্য বৈজ্ঞানিকভাবেই গুরুত্বপূর্ণ। এটা আমাদের পরবর্তী মহামারি রোধে সহায়তা করবে।’