না ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণী সিনেমার খ্যাতিমান অভিনেতা বিজয়কান্ত (৭১)। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র সংবাদে জানা গেছে, বিজয়কান্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার চিকিৎসাও চলছিল। পরে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন অভিনেতা।
ফলে শারীরিক অবস্থার আরও অবনতি হয় বিজয়কান্তের। ‘ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেম’-এ রাখা হয়েছিল তাকে। অবশেষে বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান এ অভিনেতা। অনুরাগীদের কাছে বিজয়কান্ত পরিচিত ছিলেন ‘ক্যাপ্টেন’ নামে। এর আগে গত নভেম্বরেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে সে যাত্রায় তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।