কোভিড এবং মহামারী সংক্রান্ত বিধিনিষেধের কারণে ইতালিয়ান পেশাদার ফুটবল ক্লাবগুলোর প্রায় ৩.৬ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে বলে বার্ষিক রিপোর্টে বলা হয়েছে।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ইতালিয়ান পেশাদার ফুটবল ক্লাবগুলোর এ ক্ষতি হয়।
শুধুমাত্র ২০২১-২২ মৌসুমে ক্লাবগুলোর ক্ষতি হয়েছে সর্বোচ্চ ১.৪ বিলিয়ন ইউরো। বার্ষিক রিপোর্ট প্রকাশের ১৫ বছরের মধ্যে যা সর্বোচ্চ। এই মৌসুমে ইতালিয়ান পেশাদার ফুটবলের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫.৬ বিলিয়ন ইউরা, এক বছরে যা ৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রিপোর্টে এই ক্ষতির পরিমাণ পুষিয়ে নেবার জন্য ইতালি ও তুরস্কের ইউরো ২০৩২’র যৌথ বিডকে স্বাগত জানানো হয়েছে। টিকেট বিক্রির রাজস্ব থেকে এই দুই দেশের লাভের প্রত্যাশা করা হয়েছে। ইতালিয়ান পেশাদার ফুটবলের সব লিগে টিকেট থেকে ২০২১-২২ মৌসুমে রাজস্ব এসেছে ২৫৪ মিলিয়ন ইউরো। আগের বছর এর পরিমাণ ছিল ২২৬ মিলিয়ন ইউরো। কিন্তু ২০১৮-১৯ মৌসুমে ৩৪১ মিলিয়ন ইউরোর তুলানায় এসবই অনেক কম।
বিপরীতে প্রিমিয়ার লিগে শুধুমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড একাই ২০২১-২২ মৌসুমে টিকেট থেকে ১২৬ মিলিয়ন ইউরো আয় করেছে।
সূত্র : এএফপি ও ডেইলে সাবাহ।