করিমগঞ্জে মারধরে নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ

0

কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকার জন্য ইটভাটা সর্দারের কিল ঘুষিতে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ২টার দিকে করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দাচুল্লী গ্রামে। নিহত বিলকিছ (৩০) ইন্দাচুল্লী গ্রামের মৃত মুর্শিদ মিয়ার মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিলকিছ একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। ইটভাটার সর্দার নূরে আলমের বাড়িও ইন্দাচুল্লী গ্রামে। নূরে আলম ইন্দাচুল্লী গ্রামের মৃত মছরব আলীল ছেলে ও গুণধর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পরিচয়ের সূত্রে বিলকিছ বেশ কিছুদিন আগে নূরে আলমের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। কিন্তু সময়মতো পরিশোধ করতে না পারায় নূরে আলম বিলকিছকে তাগাদা এবং বিভিন্নভাবে চাপ দিতে থাকেন।
আজ রবিবার দুপুর ২টার দিকে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নূরে আলম বিলকিছকে কিল ঘুষি মারেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here