করাচিতে ঘন কুয়াশা: ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বাতাসে বিমান চলাচলে বিঘ্ন, দুর্ঘটনায় নিহত ১

0
করাচিতে ঘন কুয়াশা: ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বাতাসে বিমান চলাচলে বিঘ্ন, দুর্ঘটনায় নিহত ১

পাকিস্তানের করাচি শহরের বেশ কয়েকটি এলাকা রবিবার ২১ ডিসেম্বর ঘন কুয়াশায় ঢেকে যায়। একইসঙ্গে শহরে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ আবহাওয়া বিরাজ করায় বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে এবং সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানায়, ঘন কুয়াশার কারণে সুপার হাইওয়ে, সুরজানি টাউন, গুলিস্তান-ই-জওহর, আই আই চুন্দ্রিগড় রোড, ক্লিফটন, ডিফেন্সসহ করাচির বড় অংশে দৃশ্যমানতা খুবই কমে যায়।

করাচি বিমানবন্দরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সকালে একাধিক ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র সাইফুল্লাহ খান জানান, করাচিতে অবতরণের কথা থাকলেও ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট কুয়াশার কারণে ঘুরিয়ে নিতে হয়েছে।

ঘটনার পর বলা হয়, ঘন কুয়াশায় দৃশ্যমানতা খুব কমে যাওয়ায় স্বাভাবিক নিরাপত্তা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পেগাসাস এয়ারলাইন্স, ইতেহাদ এয়ারওয়েজ, ফ্লাইএডিয়াল এবং গালফ এয়ারের ফ্লাইটগুলোকে মাস্কাটে পাঠানো হয়েছে। এছাড়া মদিনা থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইটকেও মাস্কাটে ঘুরিয়ে নেওয়া হয়।

এদিকে জেদ্দা থেকে আসা ফ্লাই জিন্নাহ ফ্লাইটটি ইসলামাবাদে পাঠানো হয়।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে ১১টার মধ্যে রহিম ইয়ার খান–করাচি হাইওয়ে এবং করাচি–লাসবেলা হাইওয়েতেও ঘন কুয়াশা দেখা যায়।

সকাল সাড়ে ১১টার দিকে বায়ুমান পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম আইকিউএয়ার জানায়, শহরের বাতাসে একিউআই রিডিং ছিল ২৮২—যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একিউআই যদি ১৫০ এর ওপরে থাকে তাকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০০ ছাড়ালে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ ধরা হয়।

এদিকে পুলিশ জানিয়েছে, কুয়াশার কারণে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে।

সূত্র: ডন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here