করণের শোতে বিচ্ছেদের কারণ জানাবেন আমির-কিরণ!

0

এবার ‘কফি উইথ করণ’ এর নতুন পর্বে অতিথি হয়ে আসতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান এবং তার সাবেক স্ত্রী কিরণ রাও। ইতিমধ্যে করণ জোহরের এই আলোচিত শো-তে তারা সেই পর্বের শুটিংও নাকি সেরে ফেলেছেন।

ইন্ডিয়া টুডের রিপোর্টে জানানো হয়েছে, কফি উইথ করণ সিজন ৮ -এর শেষ পর্বে আসবেন আমির এবং কিরণ। এই পর্বের শুটিংয়ের নাকি দারুণ মজা করেছেন আমিররা। লাগান ছবির সেটে প্রথমবার দেখা হয়েছিল আমির খান এবং কিরণ রাওয়ের। কিন্তু তখনই তারা একে অন্যের প্রেমে পড়েননি। 

কিছুদিন আগে যখন আমির খানের মেয়ে ইরার যখন বিয়ে হয় সেখানে উপস্থিত ছিলেন কিরণ। এমনকি কিরণ রাওয়ের আগামী ছবি লাপাতা লেডিজ ছবির প্রযোজক হলেন আমির। ইতিমধ্যেই এই ছবিটি টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। এছাড়াও পানি ফাউন্ডেশন নিয়ে তারা একত্রে কাজ করছেন যা তারা দুজন মিলেই শুরু করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here