কয়েদিরা পোস্টাল ভোট দিতে তফসিলের দিন থেকে নিবন্ধন করতে পারবেন

0
কয়েদিরা পোস্টাল ভোট দিতে তফসিলের দিন থেকে নিবন্ধন করতে পারবেন

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও সরকারি কর্মচারীসহ জেল হাজতে থাকা কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে নিবন্ধন করতে পারবেন।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে বসবাসরত নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জানা যাবে।

বিদেশ থেকে ভোট দানের জন্য পোস্টাল ভোট বিডিতে ঠিকানা সংশোধনের শেষ সময় আজ ৬ ডিসেম্বর। নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিয়ে থাকলে ভোটারের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা বা প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানা যথানিয়মে প্রদান করে আজকের মধ্যে সংশোধন করা যাবে। সংশোধনের জন্য অ্যাপের এডিট মেনু ব্যবহার করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here