আর মাত্র কয়েকদিনের মধ্যে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র বেলারুশে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। মঙ্গলবার তিনি এই ঘোষণা দেন।
তিনি বলেন, “আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র বেলারুশে পৌঁছাবে। তার দেশ এসব অস্ত্র গ্রহণ করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।”
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ঘোষণা করেছিলেন, আগামী জুলাই মাসের গোড়ার দিকে তার দেশের ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র বেলারুশে মোতায়েন করা হবে। কৃষ্ণসাগর তীরবর্তী সোচি শহরে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকের পর তিনি এ ঘোষণা দিয়েছিলেন। সূত্র: রয়টার্স