কয়েকগুণ পারিশ্রমিক বাড়ালেন মার্কিন অভিনেত্রী জেনা ওর্তেগা। জনপ্রিয় হলিউড। জানা গেছে, ‘উইনেসডে’-এর গত সিজন বাম্পারহিট হওয়ায় এবার পারিশ্রমিক এক লাফে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন জেনা।
শোনা যাচ্ছে, প্রতি পর্বের জন্যই দুই লাখ ৫০ হাজার মার্কিন ডলার দাবি করেছেন এই অভিনেত্রী। যা তাকে তার প্রজন্মের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সিরিজটির প্রথম সিজনের প্রতি পর্বে ৩০ হাজার করে সম্পূর্ণ সিরিজটিতে অভিনয় করে তিনি পেয়েছেন মোট দুই লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এবার সিরিজটির দ্বিতীয় সিজন শুরু হচ্ছে নেটফ্লিক্সে। এর আগে পারিশ্রমিক বাড়ানোর ঘোষণা দিলেন জেনা।