কম বয়সে অভিনয়ে আসা সমর্থন করেন না নাটালি

0

অভিনয়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন গ্লোব ও একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন হলিউড তারকা নাটালি পোর্টম্যান। মাত্র ১২ বছর বয়সে ১৯৯৪ সালে তার অভিষেক হয়েছিল লিওন: দ্য প্রফেশনালের মাধ্যমে। পরে তিনি হয়ে ওঠেন অন্যতম সফল অভিনেত্রী। তাকে স্টার ওয়ারস, ভি ফর ভেনডেটা, ব্ল্যাক সোয়ানের মতো সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। তবে সম্প্রতি নাটালি জানালেন অল্প বয়সে অভিনয়ে আসার বিষয়টিতে সমর্থন নেই তার।

নানা কারণেই টিনএজে অভিনয়ে যুক্ত হওয়ার বিষয়ে মত নেই নাটালির। তিনি জানান,‘‌তরুণদের অভিনয়ে আসার বিষয়ে আমি উৎসাহ দিই না। এমন না যে কখনো দিই না। তবে প্রথম তারুণ্য বা কৈশোরে যারা আছে তাদের অভিনয়ে আসার পরামর্শ দেব না। আমি এসেছিলাম কিন্তু আমার বিশ্বাস আমি খুবই ভাগ্যবান এক্ষেত্রে। ইন্ডাস্ট্রি খুব জটিল জায়গা। আমার সৌভাগ্য যে নেতিবাচক কোনো অবস্থায় পড়িনি।’

নিজের সন্তানরা অভিনয়ে আসতে চাইলে তিনি কী করবেন। উত্তরে নাটালি বলেন, আমি এত পরিমাণে খারাপ সব অভিজ্ঞতার কথা শুনেছি যে আমার মনে হয় কারোই খুব কম বয়সে অভিনয়ে আসা উচিত না। কয়েক বছরে আমরা এমন অনেক ঘটনাই জেনেছি। তবে এতে একটা বিষয় ভালো হয়েছে। সবার মধ্যে সচেতনতা বেড়েছে। এখন স্পষ্ট করে বলতে চাই, বাচ্চাদের আসলে ওটা কাজে যাওয়ার বয়স না। তাদের উচিত পড়াশোনা ও খেলাধুলা করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here