দীর্ঘদিনের বিরতির পর এবার কমেডি সিনেমা দিয়ে ফিরছেন আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খান। গত বছর সিনেমায় ফেরার সম্ভাবনার ইঙ্গিত দেওয়ার আট মাস পর অবশেষে কামব্যাক প্রোজেক্ট হাতে পেয়েছেন ইমরান। তিনি আমির খান প্রোডাকশনস প্রযোজিত কমেডি সিনেমা ‘হ্যাপি প্যাটেল’র মূল চরিত্রে অভিনয় করবেন। ইতিমধ্যেই গোয়ায় শুটিং শুরু হয়ে গিয়েছে।
‘হ্যাপি প্যাটেল’ দিয়ে পরিচালনায় অভিষেক করতে চলেছেন বীর দাস। আমির খানের প্রযোজনায় ‘দিল্লি বেলি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ইমরান ও বীর। ডিজনি প্লাস হটস্টারের একটি স্পাই সিরিজ দিয়ে ইমরানের প্রত্যাবর্তন হওয়ার কথা ছিল। তবে গত বছর হটস্টার জিও অধিগ্রহণ করার পরে প্রকল্পটি বাতিল করা হয়।