নিউইয়র্ক সিটির সন্নিকটে লংআইল্যান্ডের ডিয়ারপার্কের আরভিং এভিনিউতে ৫ আগস্ট বহুজাতিক পথমেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় প্রধান অতিথি ছিলেন ব্যাবিলন টাউন সুপারভাইজার রিচার্ড শেফার। বিষেশ অতিথি ছিলেন সিটির কাউন্সিলম্যান ডুম্যাইন গ্রেগরী এবং কাউন্সিলম্যান টেরেন্স ম্যাকসুইনী।
পথমেলা এসব নির্বাচিত জনপ্রতিনিধিরা ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের সংগঠক গোলাম ফারুক শাহীনকে ‘বিশেষ সম্মাননা’ সার্টিফিকেট প্রদান করেন।