কমলাপুর পর্যন্ত মেট্রো প্রকল্পের ব্যয় কমেছে, কাজের মেয়াদ বেড়েছে

0
কমলাপুর পর্যন্ত মেট্রো প্রকল্পের ব্যয় কমেছে, কাজের মেয়াদ বেড়েছে

কাজের মেয়াদ বাড়ানো হলেও রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ব্যয় ৭৫৪ কোটি টাকা কমিয়ে আনা হয়েছে।

সোমবার আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ০৫ হাজার ৬০৯ কোটি টাকা ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, একনেক সভায় ঢাকার মিরপুরে ৯নং সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২০২৪ এ কর্মক্ষমতা হারানো জুলাইযোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত ১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৪৪ কোটি ৪১ লাখ টাকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২৪ এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণে ৭৬১ কোটি ১৬ লাখ টাকার ২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here