কবে মুক্তি পাবে ‘টাইগার ৩’, জানালেন সালমান

0

অপেক্ষার অবসান হতে চলেছে। সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’-এর পোস্টার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ঘোষণা করা হয়েছে চলতি বছরে দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

সালমান খান সামাজিকমাধ্যমে শেয়ার করলেন ‘টাইগার ৩’ মুক্তির দিনক্ষণ। এই সিনেমার নতুন পোস্টার শেয়ার করে বলিউড ভাইজান বলেছেন, ‘টাইগার ৩’ নিয়ে আসছি দিওয়ালিতে। বড় পর্দায় যশরাজ ফিল্মসের ৫০ বছর উদযাপন করতে।

শোনা গেছে, সালমানের টাইগারে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকেও। বলা হয়েছে, চলতি বছরের নভেম্বরে দিওয়ালি উপলক্ষে হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায়ও মুক্তি পাবে সিনেমাটি।

প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন মনীশ শর্মা। এতে খল চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এ ছাড়াও আছেন আশুতোষ রানা, রণবীর শোলে, রিধি ডোগরা প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here