কবে মাঠে ফিরবেন হালান্ড?

0

পায়ে চোট পেয়ে এক মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে আরলিং হালান্ড। সবশেষ গত ৬ ডিসেম্বর অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলেছিলেন। এরই মধ্যে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা জানালেন নতুন তথ্য। জানুয়ারি মাস পর্যন্ত মাঠের বাইরে থাকবেন হালান্ড।

গার্দিওলা বলেন, ‘তার হারে ইনজুরি হয়েছে, এটা কাটিয়ে উঠার জন্য সময়ের প্রয়োজন। প্রতিটি ইনজুরির ক্ষেত্রে যা ইচ্ছা তা-ই করা যায় কিন্তু তা সময় সাপেক্ষ ব্যাপার। এটা ঠিক আছে। তবে চিকিৎসকরা আরও এক সপ্তাহ অপেক্ষার সিদ্ধান্ত নিয়েছেন এবং হয়তো আবুধাবিতে আবার শুরু করবেন।’

সিটি হালান্ডের অভাব খুব একটা যে বোধ করছে, তা কিন্তু নয়। হালান্ডকে ছাড়া সেই আট ম্যাচে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছে তারা। তবে গার্দিওলা তেমনটা ভাবছেন না।

তিনি বলেন, ‘আমাদের তাকে দরকার। আশা করি সে ফিরে আসবে এবং শেষ চার-পাঁচ মাস কোনো সমস্যা ছাড়াই খেলবে।’ 

হালান্ডের মতোই মাঠের বাইরে থাকতে হবে সেন্টারব্যাক মানুয়েল আকেঞ্জিকে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here