বলিউড সুপারস্টার হৃত্বিক রোশান সাবা আজাদের সাথে চুটিয়ে প্রেম করছেন। খবরটা বেশ পুরনো। এবার শোনা যাচ্ছে আসছে শীতেই নাকি ছাদনাতলায় বসতে যাচ্ছেন এই জুটি।
টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, গত কয়েকদিন ধরেই টুইটারে এ জুটির বিয়ের তারিখ ঘোষণা করে একটি পোস্ট ভাইরাল হয়েছে। তাতে বলা হয়েছে চলতি বছরের নভেম্বরে বয়সে ১৬ বছরের ছোট অভিনেত্রী সাবা আজাদের সাথে আনুষ্ঠানিকভাবে গাটছড়া বাঁধবেন হৃত্বিক।
অবশ্য প্রেমের খবরে কোনো রাখঢাক করেননি হৃত্বিক ও সাবা। প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে দুজন।
প্যারিসের রাস্তা, সুইজারল্যান্ডের তুষার আর লন্ডনের জ্যাজ ক্লাব থেকে সাবাকে সঙ্গে নিয়ে ভিডিও পোস্ট করেছিলেন হৃত্বিক। দুজনে হাজির হয়েছেন বেশ কিছু পার্টিতে, সেসব পার্টিতে দুজনে এক রঙের পোশাক পরেও খবরে এসেছেন।