কবে ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছেন তামিমরা?

0

টানা দ্বিতীয় আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। গত বছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যেতে না পারলেও, এবার জিততে পারলে ট্রফি-ট্যুরের ঘোষণা আগেভাগেই দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। গতকাল রেকর্ডগড়া জয়ের পর তিনি দিন-তারিখ জানিয়ে দিয়েছেন। আগামীকাল (রবিবার) ট্রফি নিয়ে নিজেদের শহরে যাবে ফরচুন বরিশাল।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীতে ট্রফি নিয়ে বরিশালে যাওয়া প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে (ফেব্রুয়ারি) আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পাবেন।’

টুর্নামেন্টের শুরুর দিকেই বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান বলেছিলেন, দলের বড় সব পরিকল্পনাই আসে তামিমের পক্ষ থেকে। গতকাল শিরোপা জয়ের পর সেই কথারই ইঙ্গিত মিলেছে বরিশাল অধিনায়কের মুখে, ‘অবিশ্বাস্য (আবারও জিতলাম)। আমি মালিককে ধন্যবাদ দেবো। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।’

চ্যাম্পিয়ন বরিশালের সতীর্থদের কৃতিত্ব দিয়ে তামিম ইকবাল বলেছেন, ‘আমাদের দল অভিজ্ঞতায় ভরপুর ছিল। আমার রিশাদ (হোসেন), (তাওহীদ) হৃদয়, (নাজমুল হোসেন) শান্তদের মতো তরুণরা ছিল। আরিফুল হকের মতো তরুণকে খেলাতে পারিনি, এজন্য আমি হতাশ। খেললে আমরা বড় আরেক তারকা দেখতাম।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here