কবে অবসরে যাচ্ছেন তামিম, ইঙ্গিত মিলল কী?

0

ক্যারিয়ারের শুরুর দিকে ২০১০ প্রথমবার ইংল্যান্ডে খেলতে গিয়েছিলেন তামিম ইকবাল। সেবার লর্ডস ও ম্যানচেস্টারে টেস্ট সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন সেদিনের তরুণ তামিম। এরপর জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার ইংল্যান্ড সফরে গেছেন তিনি। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজও তামিম খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে। 

তামিম আইরিশদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয় করে জানালেন, এটাই হয়তো তার ইংল্যান্ডে খেলা শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। বলেছেন ‘আমি সম্ভবত ইংল্যান্ডে শেষ ম্যাচটা খেলে ফেলেছি, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচের কথা বলব। আগামী তিন-চার বছরে কোন সূচি নেই। কাজেই এটাই সম্ভবত আমার শেষ ম্যাচ। খুব উপভোগ করেছি।’

২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত করা আইসিসির  ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনায় ইংল্যান্ডে বাংলাদেশের কোন সফর নেই। ততদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ার আর টেনে নেওয়ার ইচ্ছা না থাকারই আভাস দিলেন তামিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here