কবুতরের বাচ্চা বিড়াল খেয়ে ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

0
কবুতরের বাচ্চা বিড়াল খেয়ে ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

প্রতিবেশীর বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘর্ষে আহত নাসির উদ্দীন (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রো-একটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোনারগাঁ শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে নাসির উদ্দীন মৃত্যুবরণ করেন।

ভিটিকান্দী গ্রামের মৃত নাসির উদ্দীনের ছোট ভাই আক্তার হোসেন অভিযোগ করেছেন, প্রতিবেশী মৃত সুলতান মিয়ার ছেলে আসাদুল্লাহ (৫০), তার ছোট ছেলে আবির (২৫), বড় ছেলে অভি (২৮), তার স্ত্রী জুলেখা আক্তার বেবি (৩৮) ও রকমত উল্লাহর ছেলে রাসেলসহ (৩৮) আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে গত ৩০ নভেম্বর সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

আক্তার হোসেন বলেন, গত রবিবার আমার কবুতরের বাচ্চা আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে আমি তার কাছে নালিশ করতে যাই। তখন তারা আমার ও আমার পরিবারের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হওয়ায় আমরা আমার ভাইকে প্রো-একটিভ হাসপাতালে ভর্তি করি। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বিবাদী আসাদুল্লাহর বাড়িতে সরেজমিনে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া গেছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here