কবির সিংয়ের মতো টানটান প্রেমের গল্পে অভিনয় করতে চান শুভশ্রী

0

স্বামী রাজ চক্রবর্তীকে চুমু খেয়েই একরকম বিপাকে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। হয়েছে নানা রকম আলোচনা-সমালোচনা। নিন্দুকদের সোজা বোল্ড করেছেন শুভশ্রী। তার মাঝেই আসছে তার প্রথম ওয়েব সিরিজ। 

৮ মার্চ মুক্তি পাবে শুভশ্রী অভিনীত ‘ইন্দুবালা ভাতের হোটেল’। সেই সিরিজ মুক্তির আগেই একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

এসময় পাঠানের মতো অ্যাকশনধর্মী সিনেমাতেও কাজ করতে চান বলে জানিয়েছেন নায়িকা। বলেছেন, ‘আগে অনেকেরই ধারণা ছিল তো শুভশ্রী অভিনয় পারে না, তাই সুযোগও দেয়নি। মানুষের ধারণা ভাঙার জন্য আমি কাজ করতে পারব না। মানুষকে একটু সাহস দেখাতে হবে, যে সাহসটা রাজ চক্রবর্তী দেখিয়েছিল, এই মেয়েটা অভিনয় পারে। ‘পাঠান’-এ দীপিকার মতো চরিত্রের জন্য আমায় যদি কেউ বলে, নিশ্চয়ই করব। আমার চরিত্রের গভীরতা কতটা সেটা তো জানা প্রয়োজন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here