কবিরহাটে গৃহবধূকে বিয়ের প্রলোভনে নির্যাতন, কিশোর কারাগারে

0
কবিরহাটে গৃহবধূকে বিয়ের প্রলোভনে নির্যাতন, কিশোর কারাগারে

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (১৯) ধর্ষণচেষ্ঠার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া।

এর আগে সোমবার গভীর রাতে বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রাম থেকে স্থানীয় লোকজনের সহায়তায় কিশোর আরাফাত ইসলাম ওরফে সাকিকে (১৭) আটক করা হয়। গ্রেপ্তার সাকিব একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, দুই বছর আগে ভুক্তভোগীর বিয়ে হলেও স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না। এ সুযোগে প্রতিবেশী সাকিব ওই তরুণীর সঙ্গে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিত এবং বিভিন্ন সময় উত্যক্ত করত। মোবাইল ফোনে নোংরা আচরণ করত বলেও অভিযোগ রয়েছে।

সোমবার রাতে ভুক্তভোগীর ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করে সাকিব। দরজা খোলামাত্রই সে ঘরে ঢুকে জোরপূর্বক হামলার চেষ্টা করে। তরুণীর চিৎকারে পাশের কক্ষে থাকা ভগ্নিপতি দৌড়ে এসে তাকে ধরে ফেলে এবং স্থানীয়দের সহযোগিতায় পুলিশে সোপর্দ করে। পরিবারের অভিযোগ এর আগেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরটি তরুণীকে তাদের বাড়িতে নির্যাতন করেছিল।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। গ্রেফতার সাকিবকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here