কবিরহাটে ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত

0

নোয়াখালীর কবিরহাটের বাটইয়া ইউনিয়নের চন্দ্রশুদ্ধি গ্রামের নূরানী মাদ্রাসা প্রাঙ্গনে এক বিরাট ওয়াজ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে নোয়াখালী প্রধান বক্তা হিসেবে ওয়াজ ও দোয়ার মাহফিলে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এডভোকেট মোহাম্মদ হানিফ শাহ্।

চন্দ্রশুদ্ধি নুরানী মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা ওয়াজিউল্যাহ ছাহেবের সভাপতিত্বে ২৩ ডিসেম্বর রাতে মাহফিলে আরও উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি আবু জাফর মোঃ নুরুদ্দিন, হযরত মাওলানা ইকবাল হোসেন জিহাদী, হযরত মাওলানা জাহিদুল ইসলাম, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুল হক বকসি, নোয়াখালী প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আকবর হোসেন সোহাগ, জেলা জাসদ নেতা রহিম উল্যাহ ও নোয়াখালী পৌরসভার কর্মকর্তা আবদুল্যাহ আল মামুন সহ প্রমুখ। এ সময় প্রধান বক্তা এডভোকেট মোহাম্মদ হানিফ শাহ্ ধর্মীয় বিষয়ে মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেন এবং দুনিয়া আখিরাতে কামিয়াবী হাছিল করার আহবান জানান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here