কন্যা অপহৃত, পুলিশের গড়িমসিতে থানার ভেতরেই বিষ পান বাবার!

0

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রার। সেখানকার শিখরানা খর্দ গ্রামের ছররা থানা এলাকার বাসিন্দা ভুরা সিং। বয়স ৪০। তিনি পুলিশের কাছে তার কনিষ্ঠা কন্যার অপহরণের অভিযোগ জানিয়েছিলেন গত ১৯ জুলাই। রবিবার সেই অভিযোগের সাত দিন পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় তিনি থানায় গিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তারপর থানার ভিতরেই বিষ পান করেন ভুরা সিং।

ভুরার পরিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছে, গত ১৯ জুলাই স্কুলে যাওয়ার পথে ১৪ বছরের কন্যাকে তুলে নিয়ে যায় গ্রামেরই বাসিন্দা ১৮ বছরের পুষ্পেন্দ্র সিং। এর আগে গত ফেব্রুয়ারিতে ওই কিশোরীর বোনকেও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের। কিন্তু পুলিশকে সে কথা জানানোর পরেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। সেই রাগেই থানায় গিয়ে বিষ পান করেন দুই কন্যার বাবা ভুরা।

অন্যদিকে, আগ্রার পুলিশ সুপার (গ্রামীণ) পলাশ বনশল জানিয়েছেন, তারা এই অপহরণের ঘটনায় পুষ্পেন্দ্র-সহ আরও একজনকে ইতোমধ্যেই গ্রেফতার করেছেন। তাদের বিরুদ্ধে অপহরণ এবং জোর করে বিয়ে চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। আদালতে পেশ করে জেলেও পাঠানো হয়েছে তাদের। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here