কনট্যুরিংয়ে বদলে যাবে চেহারা

0

নিজেকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করতে মেকআপ করেই যাচ্ছেন, মন তবু ভরছে না। ভাবছেন, কপালটা বেশি বড়। কিংবা, নাকটা আরেকটু খাড়া হলে কী হতো? ইশ্, চোয়াল তো বোঝাই যাচ্ছে না। এমন সব অস্বস্তি মেটাতেই কনট্যুরিংয়ের জন্ম। এটি মেকআপের বিশেষ একটি কৌশল, যা চেহারাকে একটি আদর্শ কাঠামোতে নিয়ে আসে। 

কনট্যুরিং কী : মুখশ্রীর আদল বদলে দিতে মেকআপের সময় কনট্যুরিং করা হয়। এক কথায়, এটি মুখে সুন্দর শেপ আনার অন্যতম এক কৌশল। যার মাধ্যমে নাক, চিবুক ও মুখের ফোলাভাব কমানো হয়। কনট্যুরিং মানেই গাল কেটে চিকন করা, নাক কেটে সরু করা, থুতনি কেটে চোয়াল বের করা। এমন সব প্রচলিত শব্দ মানেই কনট্যুরিং। সাধারণত গোলাকার বা ডিম্বাকৃতির চেহারাকে মেকআপের আদর্শ বলে মানা হয়। কিন্তু সবার চেহারা তো এক রকম নয়। কারও চেহারা চৌকো, কারও তিন কোনা, মানে কপাল চওড়া কিন্তু চিবুক খুব সরু। কারও চেহারা পানপাতার মতো, কারও গোল। এমন চেহারা বদলে মানানসই আকৃতিতে রূপান্তর করার জাদুই হলো কনট্যুরিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here