সংযুক্ত আরব আমিরাত এবার কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের জন্য দারুণ এক সুযোগ এনে দিয়েছে। ডিজিটাল মাধ্যমে সক্রিয় ও সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের ১০ বছরের জন্য গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এই ভিসা পাওয়ার পর স্পন্সর ছাড়াই আমিরাতে বসবাস করা যাবে।
১০ হাজার কনটেন্ট ক্রিয়েটর পাচ্ছেন গোল্ডেন ভিসা
সোমবার (৩ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, আমিরাত সরকার ডিজিটাল মিডিয়া খাতে আন্তর্জাতিকভাবে প্রতিভাবানদের আকৃষ্ট করতে চায়। এ লক্ষ্যে, ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ হাজার কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারকে গোল্ডেন ভিসা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
কে পাবেন এই ভিসা?
গোল্ডেন ভিসার জন্য কনটেন্ট ক্রিয়েটরদের অবশ্যই সৃজনশীল হতে হবে এবং সমাজের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে হবে। যারা এর আগে কনটেন্ট তৈরির জন্য পুরস্কার বা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া, যেসব কনটেন্ট নির্মাতা আমিরাতের জনগণের জন্য উপকারী তথ্য বা বিনোদনমূলক কনটেন্ট তৈরি করেন, তারাও আবেদন করতে পারবেন।
কিভাবে আবেদন করবেন?
গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে হলে আগ্রহীদের Creators HQ ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর Creators HQ টিম আবেদন যাচাই-বাছাই করবে এবং নির্বাচিত হলে আবেদনকারীর ই-মেইলে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এরপর পরবর্তী ধাপের কার্যক্রম শুরু হবে।
এই উদ্যোগের ফলে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আমিরাতে দীর্ঘমেয়াদে কাজ করার এবং আন্তর্জাতিক পরিসরে নিজেদের সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
সূত্র: গালফ নিউজ