ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম। খেটে-খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের শ্রমজীবীরা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন।
রবিবার সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৯ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলায় দিন দিন শীতের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় জেলাজুড়ে কনকনে শীত বিরাজ করছে।
এতে করে তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলাসহ ১৬টি নদ-নদীর চরাঞ্চলে বসবাসরত মানুষজন চরম কষ্টে দিন কাটাচ্ছেন।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। উত্তরের হিমেল বাতাস ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে শীতের প্রকোপ আরও বেশি অনুভূত হচ্ছে।’

