কথিত সেই প্রেমিকের সঙ্গে বিমানবন্দরে মালাইকা

0
কথিত সেই প্রেমিকের সঙ্গে বিমানবন্দরে মালাইকা

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ফের সংবাদের শিরোনামে। বেশ কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, হাঁটুর বয়সী এক ব্যবসায়ীর সঙ্গে নতুন করে মন দেওয়া-নেওয়া করেছেন তিনি। এবার যেন সেটা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী!

জানা যায়, মালাইকার সেই কথিত প্রেমিকের নাম হর্ষ মেহতা। যিনি পেশায় একজন হীরা ব্যবসায়ী। 

বুধবার বিকেলে মালাইকা ও হর্ষ প্রায় একই সময়ে মুম্বাই বিমানবন্দরের টার্মিনালে উপস্থিত হন। মালাইকা কিছুটা এগিয়ে ছিলেন, আর হর্ষকে ক্যাজুয়াল পোশাকে মাস্ক পরে তার পিছু নিতে দেখা যায়। 

পার্কিং এরিয়ায় পৌঁছে দুজনকে একই গাড়িতে উঠতে দেখা যায়। মালাইকা আগে গাড়িতে বসেন এবং কয়েক সেকেন্ড পরেই হর্ষ মেহতা একই গাড়িতে প্রবেশ করেন। 

এই দৃশ্য তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের একটি কনসার্টে মালাইকাকে হর্ষ মেহতার সঙ্গে দেখা যায়। এদিন একই রঙের পোশাকে দুজনের উপস্থিতি নতুন গুঞ্জনের সূত্রপাত করে। 

তবে কি শেষমেশ অর্জুনকে ভুলে হর্ষতেই প্রকৃত সুখ খুঁজে পেলেন মালাইকা, প্রশ্ন নেটিজেনদের।

সম্প্রতি ‘থাম্মা’ ছবির আইটেম গান ‘পয়জন বেবি’-তে দেখা গিয়েছিল মালাইকাকে। বর্তমানে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস গট ট্যালেন্টে’র বিচারক হিসেবে দেখা যাচ্ছে তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here