কথামালা ও গানে গানে ফরিদা পারভীনকে স্মরণ

0
কথামালা ও গানে গানে ফরিদা পারভীনকে স্মরণ

প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, জীবন ও কর্মের উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়াত কিংবদন্তি লালনশিল্পী ফরিদা পারভীনকে স্মরণ করেছে সুহৃদ ও সংস্কৃতিকর্মীরা।

ফরিদা পারভীনের হাতে গড়া সংগঠন অচিন পাখি সংগীত একাডেমির আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

অচিন পাখি সংগীত একাডেমির অধ্যক্ষ গাজী আবদুল হাকিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন, নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মেধা ও দক্ষতা দিয়ে ফরিদা পারভীন  লালনসংগীতকে প্রচার ও প্রসার করেছেন। কোনো সরকারই ফরিদা পারভীনকে যথাযথ সম্মান প্রদর্শন করেননি। সব সরকার সব শিল্পীদের সম্মান করবে এটাই আমার আহ্বান। অনেকেই লালন ফকিরের গানকে বাউল গান হিসেবে চর্চা করেন, যেটা একেবারেই অনুচিত। লালনকে গভীরভাবে হৃদয়ে ধারণ ও লালন করতে পেরেছেন বলেই সারাবিশ্বে ফরিদা পারভীন সমাদৃত। তার সৃষ্টি তাকে মৃত্যুর পরেও অমর করে রেখেছে। আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পর্বে যন্ত্রসংগীত ও কণ্ঠসংগীতে অংশ নেয় অচিন পাখি সংগীত একাডেমির শিক্ষার্থী শিল্পীরা।

আলোচনা ও গানের ফাঁকে ফাঁকে মঞ্চে স্থাপিত ফরিদা পারভীনের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে সংস্কৃতিকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here