রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্য ঘর পুড়ে বহু পরিবার গৃহহীন হয়ে পড়ার ঘটনায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ উদ্বেগ জানান বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলাম, পিএসসি, সিএসসিএম (অব.)।
বার্তায় বলা হয়, এই মর্মান্তিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। বিজিএমইএ আশা করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেবে।
মানবিক এই দুর্যোগে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে বিজিএমইএ দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।

