কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পেসার হার্শিত প্যাটেল আইপিএলের নিয়ম ভঙ্গ করে কঠিন শাস্তি পেয়েছেন। সামান্য অঙ্গভঙ্গি করে খুঁইয়েছেন ম্যাচ ফির পুরো অর্থ। এরপর তাকে এক ম্যাচ নিষিদ্ধও করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। যে কারণে আগামী ৩ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে পারবেন না এই পেসার।
হার্শিতকে কেন জরিমানা ও শাস্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কোনো বিবৃতি প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ। তবে জানানো হয়েছে, ম্যাচ রেফারি যে সিদ্ধান্ত দেবেন, সেটিই চূড়ান্ত সিদ্ধান্ত।
আইপিএলের বিধিনিষেধ সংশ্লিষ্ট ২.৫ অনুচ্ছেত অনুযায়ী হার্শিতকে জরিমানা করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ম্যাচ রেফারি যে সিদ্ধান্ত দেবেন, সেটিই চূড়ান্ত বলে বিবেচিত হবে।