কঠিন পরীক্ষা দিয়ে বার্সেলোনার জয়

0

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ তিন ম্যাচ জিততে পারেনি বার্সেলোনা। তাই আলমেরিয়া ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ খুঁজছিল কাতালানরা। সেটা পেরেছে। তবে আলমেরিয়া চ্যালেঞ্জ উতরে যেতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে জাভি এর্নান্দেসের দলকে।

ঘরের মাঠে ম্যাচটি ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করে কাতালানদের জয়ের নায়ক সের্হিয়ো রবার্তো। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্টে দুইয়ে রিয়াল মাদ্রিদ এবং ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা।

দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলতে থাকে বার্সা। তাতে আসে দ্বিতীয় গোল। ৬০ মিনিটে জালের দেখা পান রবার্তো। ৭১ মিনিটে আবারো সমতায় ফেরে আলমেরিয়া।

এবার গোল করেন এগার গনসালেস। তবে ৮৩ মিনিটে বার্সার জয়সূচক গোলটি এনে দেন রবার্তো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here