কঠিন ও রোমাঞ্চকর সিরিজ হবে: পোথাস

0

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ যতটা সহজে জিতেছে বাংলাদেশ, ওয়ানডে ও টি-টোয়েন্টি ততটাই কঠিন হবে বলে মনে করছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। 

শনিবার মিরপুরে গণমাধ্যমে পোথাস বলেছেন, ‘তারা খুবই শক্ত প্রতিপক্ষ। এটা রোমাঞ্চকর সিরিজ হবে এবং খুবই কঠিন সিরিজ হবে।’ 

আফগানিস্তানকে নিয়ে পোথাসের মূল্যায়ন, ‘তারা খুবই ভালো ওয়ানডে দল। তাদের বেশিরভাগ খেলোয়াড় এখন সতেজ। তারা একটা বিরতির পর সতেজ হয়ে ফিরবে। তারা গর্বিত জাতি। টেস্ট ম্যাচে হারটা তাদের তাতিয়ে দিতে পারে।’

টেস্ট ম্যাচে বাংলাদেশ ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে জিতেছিল। যা ৮৯ বছর পর টেস্ট্ ক্রিকেটে সর্বোচ্চ ব্যবধানে পাওয়া জয়। নিজেদের সুপারস্টার রশিদ খানকে ছাড়া খেলেছিল আফগানরা। চোট থাকায় মাঠে নামতে পারেননি রশিদ। সীমিত পরিসরে রশিদ ফিরছেন স্বরূপে। তার সঙ্গে রহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রহমানরাও আসছেন। এই দলটি সংযুক্ত আরব আমিরাতে সিরিজের প্রস্তুতিও নিচ্ছে। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here