কঙ্গোতে নৌকা ডুবে ৭০ জন নিখোঁজ

0
কঙ্গোতে নৌকা ডুবে ৭০ জন নিখোঁজ

কঙ্গোর মধ্যাঞ্চলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কাসাই প্রদেশে একটি নদীতে নৌকা ডুবে ৭০ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি’র এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

জাতিসংঘের রেডিও’র তথ্য অনুসারে, গত ১৩ নভেম্বর সানকুরু প্রদেশের বেনা ডিবেলে বন্দর থেকে জাহাজটি রাজধানী কিনশাসার উদ্দেশ্যে যাত্রা করেছিল। ঘূর্ণিঝড়ের ফলে সানকুরু নদীতে এটি ডুবে যায়।

স্থানীয় প্রশাসক ফ্রাঁসোয়া আহোকার বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে প্রায় ১২০ জন যাত্রী ছিল। এখন পর্যন্ত প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান অভিযান চলছে। তিনি আরও জানান, অনুসন্ধান এখনও চলছে।

আহোকা উদ্ধারকারী দলগুলোর সম্মুখীন হওয়া অসুবিধাগুলো তুলে ধরেন। তিনি জীবিতদের সনাক্তকরণ এবং উদ্ধারকৃত মৃতদেহের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য পরিবারগুলোকে আহ্বান জানান।

উল্লেখ্য, কঙ্গোতে নিয়মিত নৌকা ডুবির ঘটনা ঘটছে। কারণ মানুষ সহজলভ্য কয়েকটি রাস্তা ছেড়ে যাত্রী এবং তাদের পণ্যের ভারে ভেঙে পড়া সস্তা কাঠের জাহাজের ওপর দিয়ে চলাচল করছে।

এছাড়া ভ্রমণের সময় লাইফ জ্যাকেট না থাকা অতিরিক্ত যাত্রী বহন করে। অনেক নৌকা রাতেও যাতায়াত করে। এতে নৌকা ডুবে যাওয়ার পর উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়ে এবং প্রায়শই অনেক মৃতদেহের হিসাব পাওয়া যায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here