ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মাঝেমধ্যে গান গেয়েও ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি তার। এবার এক পোস্টে কখনো ‘ঢাকায় না আসাদের’ খোঁজ চাইলেন অভিনেত্রী।
সম্প্রতি ফারিণ ফেসবুকে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে একটি প্রশ্ন ছুড়ে দেন। তিনি লেখেন, একটা জিনিস হঠাৎ জানতে ইচ্ছে করল। এখানে কেউ কি আছেন, যারা জীবনেও ঢাকা আসেননি? আর না এলে আপনি কোন জেলায় বাস করেন?
অভিনেত্রীর পোস্টটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়, ওঠে মন্তব্যের ঝড়। অনেক অনুসারী নিজ নিজ জেলার নাম জানিয়ে দিচ্ছেন উত্তর।
তবে হঠাৎ অভিনেত্রীর এমন প্রশ্ন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কারও কারও মতে, নতুন কোনো কাজের প্রচারণার অংশ হতে পারে এটি। তবে বিষয়টি নিয়ে কিছুই খোলাসা করেননি ফারিণ।
উল্লেখ্য, এবার বড় পর্দায় চমক নিয়ে হাজির হতে চলেছেন ফারিণ। আগামী ঈদুল ফিতরে মুক্তির পাওয়ার পেতে পারে তার অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি। এতে তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে ‘ঢালিউড কিং’ শাকিব খানকে। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী।

