কক্সবাজার-১ চকরিয়া পেকুয়া আসনে হাতঘড়ি মার্কার প্রার্থী কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সমর্থনে চকরিয়া উপজেলার দুলহাজারা ইউনিয়নে পথ সমাবেশ করেছে। পথ সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
পথ সভায় বক্তারা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এই আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি মার্কার প্রার্থী মেজর জেনারেল (অব) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জানান, আগামী ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে হাতঘড়ি মার্কাকে বিজয়ী করে সন্ত্রাস ও ডাকাতমুক্ত চকরিয়া পেকুয়া গড়ে তোলা হবে।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।