কক্সবাজার সমুদ্র সৈকতে গোলাম রব্বানি (৫৪) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানি খুলনা সিটি করপোরেশন এলাকার দৌলতপুরের হোসেন শাহ রোডের গোলাম আকবরের ছেলে। এ ছাড়া তিনি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর ছিলেন। খুলনার দৌলতপুরে আলোচিত হুজি শহীদ হত্যা মামলার আসামিও ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের সীগাল পয়েন্টের সামনে হঠাৎ গোলাম রব্বানীকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আবদুস সালাম বাবু নামে এক রিকশা চালক তাকে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, মৃত ব্যক্তির সাথে পাওয়া এনআইডি থেকে তার পরিচয় পাওয়া গেছে। তার মোবাইল ও মানিব্যাগ খোয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।