কক্সবাজার মেরিনড্রাইভে ২৮ মোটরসাইকেল জব্দ

0

কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে চলাচলকালে ২৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। 

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত হিমছড়ি পুলিশ চেকপোস্ট এলাকায় ট্রাফিক ও হিমছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করে। 

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
 
ট্রাফিক পুলিশের দায়িত্বরত সার্জেন্ট পঙ্কজ চন্দ্র বর্মণ বলেন, মেরিনড্রাইভ সড়কে সম্প্রতি অবৈধ মোটরসাইকেল চলাচল বেড়ে গেছে। যেখানে গাড়ির লাইসেন্স, ডাইভিং লাইসেন্স এবং মাথায় হেলমেট ব্যবহার করে না। 

তিনি আরও জানান, এরই প্রেক্ষিতে জেলা ট্রাফিক পুলিশর ও ফাঁড়ি পুলিশ যৌথভাবে হিমছড়ি পুলিশ চেকপোস্টে বিশেষ চৌকি বসিয়ে চলাচলকারী মোটরসাইকেল তল্লাশি করা হয়। এসময় গাড়ির লাইসেন্স, ডাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ২৮টি মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দকৃত মোটরসাইকেল গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here