কক্সবাজার পৌর নির্বাচনে ৮৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

0

কক্সবাজার পৌরসভার নির্বাচনের ঘোষিত তফশিল মতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার বিকাল পর্যন্ত ৮৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলরের ৪ ওয়ার্ডে ১৬ জন এবং ১২টি সাধারণ ওয়ার্ডে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘোষিত তফশিল মতে মনোনয়নপত্র বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে, আর ১২ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন।

কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারি ৭ প্রার্থী হলেন আওয়ামীলী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, তার স্ত্রী জোসনা হক, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া, মোহাম্মদ আল যুবায়ের চৌধুরী, সাবেক মেয়র ও জামায়াত নেতা সরওয়ার কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাহেদুর রহমান।

৪টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন বর্তমান কাউন্সিলর শাহেনা আকতার ও ফাতেমা বেগম। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন বর্তমান কাউন্সিলর ইয়াছমিন আকতার, রোকেয়া আক্তার কেয়া, জেসমিন আকতার, হেলেনাজ তাহেরা, সাবেকুন্নাহার ও চম্পা উদ্দিন। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন বর্তমান কাউন্সিলর জাহেদা আক্তার, মমতাজ বেগম, সুমা দাশ, রোমেনা আফাজ, ছালেহা আক্তার, শাহিনা আক্তার শাহিন। ১০, ১১ ও ১২ ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর নাছিমা আকতার ও কোহিনুর ইসলাম।

১২টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬৫ প্রার্থী। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন বর্তমান কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, জাহিদুল ইসলাম, মো. রিয়াজ উদ্দিন, মোস্তাক আহমদ, মো. আতিক উল্লাহ, রাহামত উল্লাহ ও আবদুল মান্নান। ২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, এম জাফর আলম হেলালী, শাহেদুল আলম, ফাতেমা শারমিন। ৩ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন আবুল হোসেন, করিম উল্লাহ, মিঠুন কান্তি দাশ, আমিনুল ইসলাম, আবু আদনান, মোহাম্মদ আমিনুল ইসলাম। ৪ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৯ জন। এরা হলেন বর্তমান কাউন্সিলর মো. দিদারুল ইসলাম, আবদু গফ্ফর, মো. আবদুল মাজেদ, এহেছান উল্লাহ, মিজানুল করিম, আবদুল্লা আল মামুন রিয়াদ, শামশুল আলম, ওমর ফারুক ও সিরাজুল হক। ৫ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন বর্তমান কাউন্সিলর সাহাব উদ্দিন, মামুনুর রশিদ, মো. তাহের আলম, গোলাম আরিফ লিটন, মোহাম্মদ জীবন। ৬ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন বর্তমান কাউন্সিলর ওমর সিদ্দিক, মো. জাবেদ মোস্তফা, ফজল করিম, মো. রিয়াজ মোর্শেদ, মোহাম্মদ শাহজাহান, মো. জসীম উদ্দিন। ৭ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন বর্তমান কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সরওয়ার ওসমান টিপু, শামশুল আলম, মো. সাফায়াত কামাল সৌরভ, মো. জাহেদুল হক ও জাফর আলম। ৮ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন, ৪ জন। এরা হলেন বর্তমান কাউন্সিলর রাজবিহারী দাশ, খোরশেদ আলম চৌধুরী, বেলাল হোসেন ও উজ্জ্বল কর। ৯ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন। এরা হলেন বর্তমান কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, জাহেদুল ইসলাম জাহেদ, আবু ওবায়েদ্দীন নাছের। ১০ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ জন। এরা হলেন বর্তমান কাউন্সিলর সালাউদ্দিন ও আবছার কামাল। ১১ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর নুর মোহাম্মদ, মো. সেলিম রেজা, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শফিউল আলম, রিদুয়ান রশীদ, মো. মাইন উদ্দীন। ১২ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর এমএ মঞ্জুর, মো. এনামুল কবির, শামীম আহমেদ, মো. শহিদুল ইসলাম শহিদ, দিদারুল কবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here