বন্দরনগরী চট্টগ্রাম থেকে পর্যটনের শহর কক্সবাজার রুটে দুই জোড়া ট্রেন চালু শুরু হয়েছে। পহেলা ফেব্রুয়ারি যাত্রার প্রথম দিনেই সৈকত ও প্রবাল এক্সপ্রেসে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, শনিবার সকাল ১০ টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যায় প্রবাল এক্সপ্রেস এবং রাত ৮ টা ১৫ মিনিটে ছেড়ে গেছে সৈকত এক্সপ্রেস ট্রেনটি।
তিনি আরও জানান, কক্সবাজার চট্টগ্রাম রুটে যাত্রী চাহিদা বিবেচনায় নিয়ে এই দুই জোড়া ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়। দিনে ৪ বার যাওয়া-আসা করবে ট্রেন দুটি। সাপ্তাহিক বন্ধ সোমবার। এছাড়া বাকি ৬ দিন নিয়মিত চলাচল করবে এসব ট্রেন। নতুন সময়সূচি অনুযায়ী পথে বিভিন্ন স্টেশনে বিরতি দেবে ও যাত্রী ওঠানামাও করবে এসব ট্রেন।
সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময়সূচি
সৈকত এক্সপ্রেস: প্রতিদিন ভোর ৬ টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে সকাল ৯টা ৫৫ মিনিটে কক্সবাজার পৌঁছাবে।
প্রবাল এক্সপ্রেস: কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে। চট্টগ্রামে পৌঁছানোর পর প্রবাল এক্সপ্রেস আবার বিকাল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে সন্ধ্যা ৭টায় কক্সবাজার পৌঁছাবে।