কক্সবাজারে বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

0

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর প্রায় ৫০০ একর তীরভূমি ও প্যারাবন দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অবেশেষে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। অভিযানের প্রথম দিনে মঙ্গলবার দুপুর পর্যন্ত শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে নদীর জমি নদীকে ফিরিয়ে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছে প্রশাসন।

সকাল সাড়ে ৯টার দিকে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর, জেলা পুলিশ ও কোস্টগার্ডের যৌথ টিম। ১০টি স্কেভেটরের সহায়তায় দীর্ঘ সময় ধরে এ উচ্ছেদ কার্যক্রম চলতে থাকে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় একের পর এক স্থাপনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here