কক্সবাজারে নারী নির্যাতন মামলায় একজনের যাবজ্জীবন

0

কক্সবাজারে নারী নির্যাতন মামলার পৃথক ধারায় মো. ইমরান নামে এক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নম্বর-১ এ শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সিকদার জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারা এবং একই আইনের ৯(১) ধারার আলোকে সাজা দিয়েছেন বিচারক। উভয় সাজা একত্রে চলবে। অর্থদণ্ড আলাদাভাবে আদায় করতে হবে। ক্ষতিপূরণের টাকা ভিকটিম শিশুর পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here