কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীর মোহনা থেকে মিনহাজ উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকা থেকে তার উদ্ধার করা হয়।
মৃত মিনহাজ উদ্দিন (৩৫) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনার রহস্য উদঘাটনে থানা-পুলিশের পাশাপাশি পিবিআইয়ের একটি দল কাজ করছে। মরদেহের পকেটে থাকা দুটি মোবাইল ফোনের সিম কার্ডের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কীভাবে মরদেহটি নদীতে এলো, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

