কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ সিএনজি চালক গ্রেফতার

0
কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ সিএনজি চালক গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিশেষ অভিযানে দেশীয় একনলা বন্দুকসহ এক সিএনজি চালককে গ্রেফতার করেছে আর্মব্যাটালিয়ন পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঈদগাঁও বাস স্টেশনের আনু মিয়া সিকদারের পেট্রোল পাম্প এলাকায় থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনকভাবে অবস্থানরত এক সিএনজি চালককে তল্লাশী করলে তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়।

অভিযুক্ত সিএনজি চালকের নাম জাফর আলম (৩৭)। সে ঈদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত সিদ্দিক আহমদের ছেলে।

এ ব্যাপারে ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্রটি উদ্ধার হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে অন্য কোনো অপরাধচক্র জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here